এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সাভারে সাত শিক্ষককে বহিষ্কার ও কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার।
সেই সাথে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মনোয়ারা আক্তারকে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. রফিকুজ্জামান ও সাত শিক্ষকের বিষয়ে পাবলিক পরীক্ষা পরিচালনা বিধি লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নেন।
জানা যায়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণকে পূর্বেই সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ এবং আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেন এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশ করেন। পরবর্তীতে তাদের হাতে নাতে ধরা হয় এবং সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়।
এছাড়াও পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়।তারা হলেন- বেবগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক এবং রাশিদা বেগম।
প্রত্যক্ষদর্শীদের মতে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ পরীক্ষা পরিচালনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেননি এবং পরীক্ষার হলে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। বিষয়টি কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্রুত নজরে এনে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে।
জানা গেছে, পাবলিক পরীক্ষা পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় তাদের বহিষ্কারের পাশাপাশি ঘটনার বিস্তারিত প্রতিবেদন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বোর্ড কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বলেন, “পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখাই আমাদের প্রথম দায়িত্ব। বিধি নিষেধ লঙ্ঘন করে কোনো শিক্ষক বা স্টাফ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।